০১/০৭/২০২৩ ইং তারিখ জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়ের নির্দেশক্রমে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে কাঠালিয়া থানাধীন ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের কাঠালিয়া- ভান্ডারিয়া সড়কের বীণাপানি বাজারস্থ জনৈক কাঞ্চন শিকদারের মায়ের দোয়া ডেকরেটরের সামনে পাকা রাস্তার উপর হইতে ৮০ বোতল ভারতীয় (আমদানি নিষিদ্ধ) ফেনসিডিল সহ ১। বাবলুর রহমান দফাদার @ বাবলু (৪২), পিতা :মৃত মো: শুকুর আলী, সাং মোহাম্মদপুর, মাগুরা ইউপি, থানা: ঝিকরগাছা, জেলা: যশোর ২। জয়দেব দাস(২৪), পিতা :কালি দাস, সাং সুটিপুর, থানা: ঝিকরগাছা, জেলা: যশোরদ্বয়কে ধৃত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস