Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
"#ঝালকাঠি #জেলায় #ট্রেইনি #রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন"
বিস্তারিত

"#ঝালকাঠি #জেলায় #ট্রেইনি #রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন"

ℙ𝕆𝕃𝕀ℂ𝔼 𝕄𝔼𝔻𝕀𝔸 ℂ𝔼𝕃𝕃, 𝕁ℍ𝔸𝕃𝕆𝕂𝔸𝕋ℍ𝕀

[𝟛𝟙?𝟙𝟘?𝟚𝟘𝟚𝟜]

#সেবার #ব্রতে #চাকরি এই শ্লোগানে আজ ৩১ অক্টোবর ২০২৪ খ্রিঃ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET) -এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের সকাল ৭.০০ টা হতে ঝালকাঠি পুলিশ লাইনস্ মাঠে ৩য় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET) -এর পঞ্চম ইভেন্ট (দৌড়) ছেলেদের ১৬০০ মিটার ও মেয়েদের ১০০০ মিটার, ষষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং) পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার টেনে ৩০ ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার টেনে ২০ ফুট দূরত্ব, সপ্তম ইভেন্ট (রোপ ক্লাইমিং) পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারীপ্রার্থীদের ৮ ফুট রোপ ক্লাইমিং বা দড়ি বেয়ে ওপরে উঠার পরিক্ষা সম্পন্ন হয়েছে।

উক্ত পরীক্ষায় ঝালকাঠি জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি সুযোগ্য পুলিশ সুপার জনাব  উজ্জ্বল কুমার রায় , ঝালকাঠি মহোদয়।

এ-সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), পিরোজপুর , জনাব রেজোয়ানা কবির প্রিয়া, সহকারী পুলিশ সুপার (অপস এন্ড ইন্টেলঃ) রেঞ্জ কার্যালয় , বরিশাল রেঞ্জ মহোদয়। এছাড়াও   পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিগন  ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
05/11/2024
আর্কাইভ তারিখ
30/11/2024